স্মৃতির ভেলায় অনেক কিছুই ভেসে বেড়ায়
জীবন চলার পথের অলিতে গলিতে
কখনো সেগুলো হাসায়, কখনো কাঁদায়।
রহস্যোপন্যাসের মতোই জমতে থাকে মনের কোণে।
মন চাইলেও সেগুলো রোমন্থন করা যায় না।
কি এক অদ্ভুত জীবনের অগোছালো দৃশ্যপট।
সব কিছুকে উপেক্ষা করে পথ চলতে পারা
সে এক বিরাট বিভীষিকা
অযাচিত হস্তক্ষেপ আর প্রশ্নবিদ্ধ জঞ্জাল
ভীষণ ভীত আর সন্ত্রস্ত করে।
এর থেকে অনেক ভালো মনের গহীনে জমা রাখা।
কিন্তু মন তো বড্ড বেয়াড়া।
সমস্ত শৃঙ্খল ভেঙে সে বেরিয়ে আসতে চায়
সহ্যের সীমা অতিক্রম করার চেষ্টায় সদা বুঁদ হয়ে থাকে।
দূর্বোধ্য জীবন থেকে পালাতে চাই মন
কিন্তু কোথায়?
জানে না সে পথ কতটা মসৃণ,
কতটা স্বস্তির আর কতটাই বা আস্থার।
তাই জীবনের অঙ্কগুলো মেলাতে গিয়ে
শুধুমাত্র কান্না এসে ভীড় করে দুচোখ জুড়ে।
সে জল গড়াতে গড়াতে কখন যে শুকিয়ে যায়
জানে না মোর অন্তর্যামী।
সময় জার্নাল/এসএ