স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের অভিজ্ঞতার সাথে পেরে উঠলো না স্কটল্যান্ড। শেষ দুই ওভারে দারুণ বোলিংয়ে স্কটিশদের আশা ভরসা শেষ করেছেন কিউইরা। দুবাইয়ে সুপার টুয়েলভের লড়াইয়ে ১৬ রানের স্বস্তির জয় নিয়ে মাঠ ছেড়েছে নিউজিল্যান্ড। স্কটল্যান্ডের লক্ষ্য ছিল ১৭৩ রানের। অধিনায়ক কাইল কোয়েতজার শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন। তবে তার ইনিংসটি ১১ বলে ১৭ রানের বেশি এগোয়নি। ট্রেন্ট বোল্টের স্লোয়ারে মিডঅনে টিম সাউদির হাতে ক্যাচ তুলে দেন স্কটিশ অধিনায়ক।
তৃতীয় ওভারে উইকেট হারানোর পর পরের দুই ওভারে মাত্র ৩ রান নিতে পারে স্কটল্যান্ড। সেই চাপ কাটাতে ষষ্ঠ ওভারে অ্যাডাম মিলনেকে টানা পাঁচটি বাউন্ডারি হাঁকান ম্যাথিউ ক্রস।
তবে দুই ওভার পর জর্জ মুনসেকে (১৮ বলে ২২) তুলে নেন ইশ সোধি। ১০ ওভারে ২ উইকেটে ৭৬ রান তোলে স্কটল্যান্ড। ১১তম ওভারে আরও একটি উইকেট হারায় দলটি।
১২ বলে ২১ রানে পৌঁছে যাওয়া ক্রস হঠাৎ খোলসে ঢুকে পড়েছিলেন। ২৯ বলে ২৭ করে তার ইনিংসটির ইতি ঘটে সাউদির বলে বোল্ড হয়ে।
এরপর রিচি বেরিংটন আর কলাম ম্যাকলিয়ড ২৪ বলে ২৬ রানের একটি জুটি গড়েন। ৬ বলের ব্যবধানে তারা দুজন ফিরে গেলে ফের চাপে পড়ে স্কটল্যান্ড। ধীরগতির ম্যাকলিয়ডকে (১৫ বলে ১২) তুলে নেন বোল্ট।
১৬তম ওভারে মারমুখী বেরিংটন (১৭ বলে ২০) ইশ সোধিকে বড় শট খেলতে গিয়ে বল সোজা ওপরে তুলে দেন। উইকেটরক্ষক কনওয়ে নেন সহজ ক্যাচ।
শেষ তিন ওভারে ৫৬ রান দরকার পড়ে স্কটল্যান্ডের। মাইকেল লিস্ক সোধির করা ইনিংসের ১৮তম ওভারে দুই বাউন্ডারি আর এক ছক্কা হাঁকিয়ে সুযোগ তৈরি করেন।
পরের ওভারে সাউদি দারুণ বোলিং করেন। প্রথম পাঁচ বলে দুটি ওয়াইড দিলেও খরচ করেন মাত্র ৭ রান। পঞ্চম বলে লিস্ক ছক্কা হাঁকান। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে।
শেষ ওভারে ২৬ লাগে স্কটল্যান্ডের। অ্যাডাম মিলনের ওভারে ৯ রানের বেশি তুলতে পারেনি স্কটিশরা। মাইকেল লিস্ক ২০ বলে ৪২ রানে অপরাজিত থাকেন।
সময় জার্নাল/এসএ