গাজীপুর প্রতিনিধি : সোয়া চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে গাজীপুরের শ্রীপুরে তেলীহাটি ইউনিয়নের মুলাইদ এলাকার এএসএম ইন্ডাস্ট্রিজ লিমিটেড কেমিক্যাল কারখানার আগুন।
বুধবার (৩ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় কারখানার ব্লিচিং পাউডার রাখার জায়গা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই পাশের শেডগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা এবং কারখানার বিভিন্ন যন্ত্রপাতি, প্ল্যান্টে থাকা মেশিনপত্রসহ কেমিক্যালসামগ্রী বিকট শব্দে বিস্ফোরিত হতে থাকলে, কারখানার আশপাশের বাসিন্দারা আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। খবর পেয়ে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সোয়া চার ঘণ্টার মতো সময় লেগেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভেতরে কেউ আটকা পড়ে আছে কি না, তা খুঁজে দেখা হচ্ছে।
তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা পরে তদন্তের মাধ্যমে জানা যাবে।
সময় জার্নাল/আরইউ