নিজস্ব প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার ৫ নভেম্বর বাণিজ্য ইউনিটের মাধ্যমে শুরু হয়েছে।
সেইসাথে সরকারি নয়টি প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষা আজ শুক্রবার বিকেলে। নবম গ্রেডসহ বেশ কয়েকটি গ্রেডের বিভিন্ন পদের এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে একই সময়ে।
এদিকে ডিজেলের দাম লিটার প্রতি ১৫ টাকা হারে বৃদ্ধির প্রতিবাদে বাস-ট্রাক বন্ধের ঘোষণায় বিপাকে পড়ে শিক্ষার্থীরা। চরম ভোগান্তি পোহাতে হয় কেন্দ্রে আসা পরীক্ষার্থীদের।
ঢাকা কলেজ কেন্দ্রে এক পরীক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, রাস্তায় বাস বন্ধ থাকায় কতটা ভোগান্তিতে পড়তে হয়েছে তাকে। একইভাবে প্রায় প্রতিটি পরীক্ষার্থীকে ভোগান্তির শিকার হতে হয়েছে।
অধিভুক্ত সরকারি (সাত কলেজ) ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
জানা গেছে, শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে সমন্বিত সাত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, পল্লী উন্নয়ন একাডেমি, সিলেট শ্রম আদালত, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই), সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষা গ্রহণ করা হবে। সব মিলিয়ে নাকাল চাকরিপ্রার্থীরা।
সময় জার্নাল/এলআর