নিজস্ব প্রতিবেদক।ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটার ভোক্তা পর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা পুনর্নির্ধারণ করেছে সরকার। প্রতিবাদে ৩ দিন ধরে সারাদেশে চলছে পরিবহন ধর্মঘট। প্রথম দিন ঠিকঠাক থাকলেও ভাড়া দ্বিগুণ করার দাবিতে শনিবার (৬ নভেম্বর) থেকে ধর্মঘটে যোগ দিয়েছেন লঞ্চ মালিকরা।
এই প্রেক্ষাপটে আজ (৭ নভেম্বর) মালিকদের সঙ্গে বৈঠকে বসছে সরকার। বিকাল ৩টায় মতিঝিলের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।
এ তথ্য নিশ্চিত করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান। তিনি বলেন, বৈঠকে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান ছাড়াও মাননীয় নৌপরিবহন প্রতিমন্ত্রী ও সচিবও থাকতে পাবেন।
এর আগে, জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে শুক্রবার থেকে বাস চালানো বন্ধ রাখেন পরিবহন মালিকরা। শুক্রবার (৫ নভেম্বর) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থা থেকে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানের কাছে লঞ্চ ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব পাঠানো হয় লঞ্চ মালিকদের পক্ষ থেকে। কিন্তু শনিবারের মধ্যে ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত না হওয়ায় ওইদিন বিকেল থেকে লঞ্চ চালানোও বন্ধ করে দেন তারা।
সময় জার্নাল/আরইউ