তোমাদের ঈশ্বর-আমাদের ঈশ্বর
তোমাদের ঈশ্বর ঘুমান গঙ্গাপাড়ের ওধারে,
সাউদার্ণ হাইটসের আলো ঝলমলে রুফটপে।
তোমাদের বিত্তবৈভবে ঈশ্বর,
বনেদী প্রাসাদের অভিজাত শয্যাগৃহে,
পশমিনা চাঁদর মুড়িয়ে সুখনিদ্রায় তিনি।
জগতের সকল তন্ত্র-মন্ত্র-যন্ত্রের যজ্ঞ উর্ধ্বে,
তোমাদের বিলাসী ঈশ্বর।
আমার ঈশ্বর চির জাগ্রত,
মম চিত্তের বৃত্তে।
ঈশ্বর আমার ধ্বনিত হয় মসজিদে-মন্দিরে,
আকাশে-বাতাসে ঈশ্বর আমায় দেখেন দু'চোখ ভরে।
দুমুঠো ভাতে যে ক্ষুধা মেটে,
যে পানিতে মোর তৃষ্ণা মেটে,
তাহাতে আমার ঈশ্বর।
অতি ক্ষুদ্র ধূসর আমি, এ জগতে আমি নশ্বর,
ভালবেসে যায় অবিরত মোরে,
ঈশ্বর অবিনশ্বর।
সময় জার্নাল/এমআই