বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

সায়েম খানের কবিতা 'তোমাদের ঈশ্বর-আমাদের ঈশ্বর'

রোববার, নভেম্বর ৭, ২০২১
সায়েম খানের কবিতা 'তোমাদের ঈশ্বর-আমাদের ঈশ্বর'

তোমাদের ঈশ্বর-আমাদের ঈশ্বর

তোমাদের ঈশ্বর ঘুমান গঙ্গাপাড়ের ওধারে,
সাউদার্ণ হাইটসের আলো ঝলমলে রুফটপে।
তোমাদের বিত্তবৈভবে ঈশ্বর, 
বনেদী প্রাসাদের অভিজাত শয্যাগৃহে,
পশমিনা চাঁদর মুড়িয়ে সুখনিদ্রায় তিনি।

জগতের সকল তন্ত্র-মন্ত্র-যন্ত্রের যজ্ঞ উর্ধ্বে,
তোমাদের বিলাসী ঈশ্বর।
আমার ঈশ্বর  চির জাগ্রত,
মম চিত্তের বৃত্তে।

ঈশ্বর আমার ধ্বনিত হয় মসজিদে-মন্দিরে,
আকাশে-বাতাসে ঈশ্বর আমায় দেখেন দু'চোখ ভরে।
দুমুঠো ভাতে যে ক্ষুধা মেটে,
যে পানিতে মোর তৃষ্ণা মেটে,
তাহাতে আমার ঈশ্বর।

অতি ক্ষুদ্র ধূসর আমি, এ জগতে আমি নশ্বর,
ভালবেসে যায় অবিরত মোরে,
ঈশ্বর অবিনশ্বর।

সময় জার্নাল/এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল