ডাঃ আহমেদ জোবায়ের :
আমরা টেরই পাচ্ছিনা। আমরা মনের অজান্তেই বড়লোক হয়ে যাচ্ছি।
আড়াই হাজার ডলার মাথাপিছু আয়।
-মাননীয় পরিকল্পনামন্ত্রী।
বাণীটা অনেকটা বায়ুত্যাগের মত মনের অজান্তেই বেরিয়ে গেছে।
ইসলাম পাগল যাকে আমাদের এলাকায় মানুষ মামু ডাকে তার আয়ও আড়াই হাজার ডলার।
নুরা আমিরার ভিক্ষুক বউদের মাথাপিছু আয়ও আড়াই হাজার ডলার।
শেষ সম্বল গাভীটা বিক্রি করে পেটে দুইবেলা ভাতের যোগান দেওয়া করিমা বিবির মাথাপিছু আয়ও আড়াই হাজার ডলার।
বেকারত্বের হতাশায় নেশায় ডুবে জীবন বিনাশ করা ছেলেটারও মাথাপিছু আয় আড়াই হাজার ডলার।
কুরবানির ঈদ ছাড়া গরুর মাংস খেতে না পারা সালিম মিয়ার ফ্যামিলির সদস্য সংখ্যা ৫ মেয়ে দুইটা শহরে বাসায় কাজ করে।
তাদের সবার মাথাপিছু আয় আড়াই হাজার ডলার।
সন্তানের স্কুলের বেতন দিতে না পারা গার্মেন্টস শ্রমিক আম্বিয়ার মাথাপিছু আয় আড়াই হাজার ডলার।
সিওপিডিতে আক্রান্ত বাবার জন্য ইনহেলার কিনতে না পারা মসজিদের মুয়াজ্জিন সানা উল্লাহ মিয়ার মাথাপিছু আয় আড়াই হাজার ডলার।
ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসা করাতে না পারা এবং বিনা চিকিৎসায় চোখের সামনে মারা যাওয়া মায়ের দুই রিক্সাচালক পুত্রদের মাথাপিছু আয় আড়াই হাজার ডলার।
ব্যাংক লোনের কিস্তি দিতে না পারা সুজন সাহেবের মাথাপিছু আয় আড়াই হাজার ডলার।
টাকার অভাবে মেধাবী ছেলেটাকে লেখাপড়া না করিয়ে গন্ডিসুদে টাকা এনে ছেলেটাকে বিদেশ পাঠানো কাশেম মামুর মাথাপিছু আয় আড়াই হাজার ডলার।
বিবাহযোগ্য কন্যাকে বিয়ে দিতে না পারা বাবার মাথাপিছু আয় আড়াই হাজার ডলার।
ক্লিনিকে ক্লিনারের কাজ করা খাদিজার মাথাপিছু আয় আড়াই হাজার ডলার।
বেকার টেকনোলজিস্ট ছেলেটার মাথাপিছু আয় আড়াই হাজার ডলার।
৮০০ টাকায় ক্লিনিকে ডিউটি করা ডাক্তারের মাথাপিছু আড়াই হাজার ডলার।
৫০০ টাকায় সারাদিন ব্যারিস্টার সাহেবের পিছু ঘুরা নবীন আইনজীবীর মাথাপিছু আয় আড়াই হাজার ডলার।
আমরা আমাদের অজান্তেই বড়লোক হয়ে গেছি।
বড়লোকদের রাজ্যে দ্রব্যমূল্য সস্তায় বিক্রি হওয়া বড়লোকদের শানের সাথে বেয়াদবি।
পরিবহন ভাড়া না বাড়ানো ছোটলোকি।
ডিজেল পেট্রোল এর দাম না বাড়ানো কিপটামি।
হীরক রাজার দেশে
আমরা সবাই বড়লোক।
মনের অজান্তেই বড়লোক।
বড়লোকদের ভাত খাওয়া কি শোভা পায়?
তারা খাবেন মন্ত্রীর কথা অনুযায়ী কচুরিপানা।