আন্তর্জাতিক ডেস্ক। করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার ৫৮৫ জনের মৃত্যু এবং ৩ লাখ ৪১ হাজার ৪৫৫ জন শনাক্ত হয়েছেন। এর আগে গতকাল (রোববার) ৬ হাজার ৩০৫ জন এবং ৪ লাখ ১৪ হাজার ৮৪৫ রোগী শনাক্ত হয়েছিলো।
সোমবার (৮ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় ৫০ লাখ ৬৪ হাজার ৪৫০ জনের মৃত্যু এবং ২৫ কোটি ৫ লাখ ৯৭ হাজার ৫১৯ জন শনাক্ত হয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় মারা গেছেন ১ হাজার ১৭৯ জন এবং সংক্রমিত হয়েছেন ৩৯ হাজার ১৬৫ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ১৬৫ জন এবং মারা গেছেন ১২৩ জন। যুক্তরাজ্যে সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ৩০৫ জন এবং মারা গেছেন ৬২ জন। ব্রাজিলে মারা গেছেন ৬৭ জন এবং সংক্রমিত হয়েছেন ৬ হাজার ১১৫ জন। ভারতে মারা গেছেন ২৫৬ জন এবং আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৬৪৮ জন।
এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ১২৬ জন, তুরস্কে ২০০ জন, ইউক্রেনে ৪৪৯ জন, মেক্সিকোতে ২৬১ জন এবং ফিলিপাইনে ১৯১ জন মারা গেছেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
সময় জার্নাল/আরইউ