মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি : হিলি স্থলবন্দরের যানজট দিন-দিন মারাত্মক আকার ধারণ করছে। বন্দর এলাকায় এই যানজট নিরসণের দাবিতে মানববন্ধন করছে স্থানীয় বিভন্ন শ্রেনী-পেশার মানুষ।
শনিবার (২০ মার্চ) বেলা ১১টায় বন্দরের চারমাথা মোড় এলাকায় এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে হাকিমপুর উপজেলা চেয়রম্যান হারুন উর রশিদ, পৌর মেয়র জামলি হোসেন চলন্ত, স্থানীয় ট্রাক সংগঠন, রিক্সাভ্যন শ্রমীক সংগঠনসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এসময় পৌর মেয়র জামিল হোসেন চলন্ত রাস্তার যানজট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাত দিনের সময় বেঁধে দেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।
ঘন্টাব্যাপি চলা মানবন্ধনে হিলি স্থলবন্দর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এসময় স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক মানববন্ধনে এসে উপস্থিত হন।
এসময় তিনি বলেন, হিলি স্থলবন্দরের রাস্তা ফোর-লেনে উন্নিত করণের কাজ অচিরেই শুরু হবে। রাস্তা-ঘাটের সম্প্রসারণ হলে বন্দর এলাকার যানজট অনেকাংশে নিরসণ হবে।
সময় জার্নাল/এমআই