স্পোর্টস প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেটে অবহেলিত ক্রিকেটারদের তালিকা করতে গেলে শুরুর দিকেই থাকবে ইয়াসির আলী চৌধুরী রাব্বির নাম। প্রায় ৩ বছর ধরে নির্বাচকদের রাডারে আছেন এই ব্যাটসম্যান। জাতীয় দলে অনেকবার ডাক পেলেও অভিষেক ক্যাপটি মাথায় তুলতে পারেননি। ঘরের মাঠে আসন্ন পাকিস্তান সিরিজেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাবনায় আছেন রাব্বি। তবে শেষপর্যন্ত দেশের জার্সি গায়ে চাপাতে পারবেন কিনা সেটি নিশ্চিত নয় এখনো।
রাব্বি নিজে অবশ্য এসব নিয়ে ভাবছেন না। আজ (সোমবার) মিরপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন, কোন আক্ষেপ নেই তার। বরং তিনি এখন যে জায়গায় দাড়িয়ে, সেটি অনেকের কাছেই স্বপ্নের মতো।
রাব্বি বললেন, ‘একজন বড় ভাইয়ের সাথে কথা বলেছিলাম। উনি আমাকে বলেছেন, তুমি যে জায়গায় আছো সেই জায়গায় বাংলাদেশের অনেকেই নাই। তুমি যদি এভাবে চিন্তা করো, তাহলে তোমার জন্য জিনিসটা ভালো। যদি নেতিবাচক চিন্তা করো, আমাকে খেলাচ্ছে না, নিচ্ছে না; তাহলে নিজেই পিছিয়ে যাবে।’
সঙ্গে যোগ করেন রাব্বি, ‘কথাটাগুলো খুব ভালো লেগেছে। যখনই মানসিকভাবে ডাউন থাকি, তখন ভাবি আমি যে জায়গায় আছি ঐ জায়গায় থাকা অনেকের স্বপ্ন। আমি দরজায় আছি, হয়ত আরেকটু কষ্ট করলে দলে ঢুকতে পারি। কষ্ট করা ছেড়ে দিলে ছিটকে যাব।’
এমআই