এহসান রানা, ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দক্ষিণ কালামৃধা গ্রামে চাঞ্চল্যকর লাল মিয়া হাওলাদার হত্যা মামলার প্রধান আসামী সুজন হাওলাদারকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
শুক্রবার রাতে অভিযান চালিয়ে কালামৃধা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এস,আই আবুল কালাম আজাদ জানান, সম্প্রতি লাল মিয়া হাওলাদার হত্যা মামলার প্রধান আসামী উচ্চ আদালতের জামিন দেখিয়ে এলাকায় ঘুরে বেড়ায়। পরে পুলিশ তদন্ত করে জামিনের বিষয়টি ভুয়া প্রমানিত হওয়ায় তাকে গ্রেফতার করে।
আজ দুপুরে তাকে গ্রেফতারের পর জেলেহাজতে পাঠানো হয়েছে।
সময় জার্নাল/এমআই