মোঃ ইমরান মাহমুদ জামালপুর প্রতিনিধি :
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জামালপুরের ইসলামপুরে মেজর খালেদ মোশাররফ বীর উত্তম ব্রীজের নিকটস্থানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে ১৫দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও একটি মাহিন্দ্র ট্রাক জব্দ, ২টি ড্রেজার মেশিনের ৪৫টি পাইপ ধ্বংস করা হয়েছে।
রাতে সহকারী কমিশনার (ভূমি), নিবার্হী ম্যাজিষ্ট্রেট রোকনুজ্জামান খান এ অভিযান পরিচালনা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, উপজেলার মেজর খালেদ মোশাররফ ব্রীজের নিকটস্থানে সভুকুড়া এলাকায় নদী থেকে বালু উত্তোলন বন্ধে সহকারী কমিশনার (ভূমি), নিবার্হী ম্যাজিষ্ট্রেট রোকনুজ্জামান খান আকস্মিক অভিযান চালান।
এ সময় ভ্রাম্যমাণ আদালত অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দণি ধর্মকুড়া গ্রামের জয়নাল শেখের ছেলে খোকন মিয়া (৩০), নোয়ারপাড়া গ্রামের সোহরাব আলীর ছেলে ওবাইদুল্লাহ (২২) ও গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া গ্রামের আব্দুল করিমের ছেলে রোকন মিয়াকে (২০ আটক করে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে রাতেই তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।
এছাড়াও গাইবান্ধা ইউনিয়নের চরদাদনা এলাকায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন করার ১৫টি সার্ভিস পাইপ এবং পলবান্ধা ইউনিয়নের উত্তর সিরাজাবাদ এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে ৩০টি সার্ভিস পাইপ ধ্বংস করা হয়েছে।
সময় জার্নাল/এলআর