"ধূসর স্বাধীনতা"
আবদুর রহমান
এ কেমন স্বাধীনতা
রাতের চেয়েও অন্ধকার।
স্বাধীনতার বহু বছরেও
জাতি পায়নি স্ব-অধিকার।
স্বাধীনতার রুপ যেন
আজ চেতনার অবক্ষয়।
মুখে 'জয় বাংলা'র ধ্বনি
মনে সুপ্ত থাকে ভয়।
দূর্নীতি আর মাদকাতায়
খুন হচ্ছে দেশ।
দ্রব্যমূল্যের উত্তেজনায় জাতির
মাথায় বাজ পড়ছে বেশ।
মা-বোন আজ ইজ্জত হারায়
সমাজ দেয় নাম ধর্ষিতা।
ন্যায্য অধিকার না পেয়ে
অনাহারে কৃষক করে আত্মহত্যা।
নেতা দেয় ভাষণ "ত্রিশ লক্ষ শহীদের
বিনিময়ে আমরা স্বাধীন"।
আমি বলি দূর্নীতি আর রাজনীতির
খপ্পরে আমরা এখনো পরাধীন।
যদিও 'জয় বাংলা'র ধ্বনি
শুনি বছরের দু-একবার।
সারা বছরে দেশে
থাকে ধূসর অন্ধকার।
............
সময় জার্নাল/এলআর