নিজস্ব প্রতিবেদক। রাজধানীর চকবাজারে একটি প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট।
মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন।
তিনি বলেন, তিনি বলেন, বিকেল সাড়ে চারটার দিকে চকবাজারের এসকে টাওয়ারের ছয়তলা ভবনের তিনতলায় একটি প্লাস্টিকের গোডাউনে আগুন লাগার খবর পাই। নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে- তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। আগুনে ক্ষয়ক্ষতি সম্পর্কেও কিছু জানাননি তিনি।
সময় জার্নাল/আরইউ