নিজস্ব প্রতিবেদক। ডিজেলচালিত বাসের জন্য সরকার নির্ধারিত ভাড়া যাতে সিএনজিচালিত বাসও নিতে না পারে- সেটি প্রতিরোধে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। সিএনজিচালিত বাসে স্টিকার লাগানোর নির্দেশ দিয়েছে সংস্থাটি।
ইতোমধ্যে পরিবহণ মালিক সমিতিকে চিঠি দেওয়া হয়েছে বিআরটিএ থেকে। সিএনজিচালিত বাসে স্টিকার লাগানো হয়েছে কিনা- তা নিশ্চিত করবে সংস্থাটি। পাশাপাশি আগামীকাল বৃহস্পতিবার (১১ নভেম্বর) থেকে বাস-মিনিবাসে বাড়তি ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে যৌথ অভিযানে নামবে বিআরটিএ।
জানা যায়, রাজধানী ঢাকার প্রায় ৯৫ শতাংশ বাস চলে গ্যাসে। শহরের মোট বাসের সংখ্যা- ১২,৫২৬টি। এরমধ্যে ১১,৩০০টি চলে গ্যাসে। আর বাকি ৬২৬টি চলে ডিজেলে।
সময় জার্নাল/আরইউ