নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে প্রত্যন্ত চরাঞ্চল বাঁশগাড়ীতে এ ঘটনা ঘটে।
রায়পুরা সার্কেল সহকারী পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন-সালাউদ্দিন, দুলাল ও জাহাঙ্গীর।
পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ বলেন, ‘নৌকা প্রতীকের প্রার্থী আশরাফুল হক সরকারের সমর্থকের সঙ্গে বিদ্রোহী প্রার্থী টেলিফোন প্রতীকের রাতুল হাসান জাকিরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আশরাফুল হক সরকারের সমর্থক দুলাল এবং রাতুল হাসান জাকিরের সমর্থক সালাউদ্দিন ও জাহাঙ্গীর নিহত হন।’
সময় জার্নাল/আরইউ