রেজাউল করিম রেজা,কুড়িগ্রাম : কুড়িগ্রামে কলেজ শিক্ষক ও সাবেক ছাত্রলীগ নেতা আতাউর রহমান মিন্টুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।
শনিবার দুপুরে সদর উপজেলার কাঠালবাড়ী বাজারে তার নিজ বাড়ীতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মিন্টুর পিতা আলতাফ হোসেনসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
এসময় মিন্টুর পিতা জানান, সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে তার ছেলে মিন্টুর নিকট চাঁদা দাবী করে আসছিল। পাশাপাশি তার পরিবারের সদস্যদের হুমকী দিয়ে আসছিল। এরই এক পর্যায়ে ১৬ মার্চ রাজারহাটের ছিনাই এলাকায় পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে তার ছেলের উপর হামলা চালিয়ে ডান হাতের কবজি কর্তনসহ বাম হাত ও দুই পায়ে কুপিয়ে গুরুতর জখম করে।
এ ঘটনায় রাজারহাট থানায় ১১ জনের নাম উল্লেখ করে মামলা দেয়া হলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আসামীদের দ্রুত গ্রেফতার করে ন্যায় বিচারের দাবী জানান তিনি।
সময় জার্নাল/এমআই