শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

ভাঙ্গায় নসিমনে ট্রেনের ধাক্কা, নিহত ২

শনিবার, মার্চ ২০, ২০২১
ভাঙ্গায় নসিমনে ট্রেনের ধাক্কা, নিহত ২

এহসান রানা,  ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় নসিমন খাদে  পড়ে ২ জন নিহত হয়েছে। শনিবার (২০ মার্চ)  দুপুরে এই ঘটনায় আহত হয়েছে  আরও ৪জন। এরা সবাই নসিমনের যাত্রী ছিল। 

নিহতরা হচ্ছে সোহেল মাতুব্বর ও রফিক ফরাজী। এদের বাড়ি মাদারিপুর জেলার শিবচর উপজেলার দত্তপাড়া এলাকায়।তারা গাছ ক্রয়ের জন্য পাশ্ববর্তি নয়াপাড়া গ্রামে যাচ্ছিল।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার খোকন জমাদ্দার ও স্থানীয়রা জানান,দুপুরে রাজশাহি থেকে ছেড়ে আসা ট্রেনটি ভাঙ্গার নয়াপাড়া নামক স্থানে পৌছিলে নসিমনটি রাস্তা অতিক্রম করার সময় ট্রেনের  ধাক্কায় খাদে পড়ে যায়।এ সময় ঘটনাস্থলেই নসিমনে থাকা  এর চালকসহ ২ জন নিহত হয় এবং আহত হয় ৪ জন। এদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক। 

পরে ভাঙ্গা ফায়ার সার্ভিস,ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল  থেকে হতাহতদের উদ্বার করে হাসপাতালে পাঠায়।

সময় জার্নাল/এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল