সর্বশেষ সংবাদ
জুলাই-আগস্ট বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নাম্যান্ট
সময় জার্নাল প্রতিবেদক :
এখন থেকে মাদক বিরোধী বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করতে পারবে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন। একইসাথে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত জাতীয় ও স্থানীয় পর্যায়ের কর্মসূচীতে ফাউন্ডেশন অংশগ্রহণ করবে। দীর্ঘ প্রায় দু'বৎসর ধরে অনেক যাচাই-বাছাই ও সরেজমিনে তদন্ত শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে মিলেছে নিবন্ধন প্রত্যয়ন পত্র।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেট্রো অঞ্চলের ডেপুটি ডিরেক্টর মুকুল জ্যোতি চাকমার হাত থেকে নিবন্ধন প্রত্যয়নপত্র গ্রহণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নাছির উদ্দিন আহমেদ। নিবন্ধন প্রত্যয়নপত্র অনুমোদনে সহায়তার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।
এরমধ্যে উল্লেখযোগ্য হলেন : মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক, বাংলাদেশ সরকারের সচিব ও ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা জামাল উদ্দীন আহমেদ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক, পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, জেলা আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে এজেন্ডাভুক্ত করে পাঠানোর জন্য চট্টগ্রাম জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় সহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের স্পেশাল ব্রাঞ্চ।
এছাড়াও ইতোপূর্বে মাদক বিরোধী প্রোগ্রাম সমূহ সফল করার জন্য ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা সিএমপি দক্ষিণের ডিসি বিজয় বসাক-সহ ফাউন্ডেশনের সকল উপদেষ্টা মন্ডলী, শুভাকাঙ্ক্ষী, সম্মানিত দাতাগণ, ও ফাউন্ডেশনের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও স্বেচ্ছাসেবীগণকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ জানান ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নাছির উদ্দিন আহমেদ।
তিনি জানান, মাদক বিরোধী প্রোগ্রাম করতে আগ্রহী দেশী-বিদেশী সংস্থা বা দাতাগণ এখন থেকে বাংলাদেশ সরকারের নিয়ম-নীতি মেনে অত্যন্ত সুন্দরভাবে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের সাথে উন্মুক্ত প্লাটফর্মে যৌথ প্রোগ্রাম করতে পারবেন।
"মাদক কে না বলুন" কথাটা শুধু জন মানুষের কাছে পৌঁছিয়ে দেয়া নয়, মাদকের কুফল সত্যিকারভাবে হৃদয়াঙ্গম করতে পারার মতো প্রোগ্রাম আয়োজন করতে চায় আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।
সময় জার্নাল/ইএইচ
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল