নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের মানবিক সংকট নিয়ে আলোচনায় বসেছেন তিন পরাশক্তি যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার কূটনীতিকরা। পাকিস্তানে অনুষ্ঠিত হচ্ছে এই বৈঠক। বৃহস্পতিবার (১১ নভেম্বর) এসব জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান পাকিস্তানে উপস্থিত থাকলেও এই বৈঠকে অংশ নিচ্ছেন না। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি বলেন, আফগানিস্তান অর্থনৈতিক পতনের দ্বারপ্রান্তে রয়েছে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই অর্থায়ন পুনরায় চালু করতে হবে ও মানবিক সহায়তা প্রদান করতে হবে।
এদিকে গত আগস্টে তালেবানরা আফগানিস্তান দখল করার পর ৭০ হাজারেরও বেশি আফগান নাগরিক দেশটি ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। তাদের মধ্যে প্রায় ১৩০০ শিশু রয়েছে, যারা বাবা-মা বা অভিভাবক ছাড়াই মার্কিন মুলুকে গিয়েছে। এদেরই একজন ১০ বছর বয়সী মনসুর। বাবা-মার সঙ্গে আর কবে তাদের দেখা হবে কিংবা আদৌ দেখা হবে হবে কি না, জানে না এই শিশুরা।
এমআই