স্পোর্টস ডেস্ক: পুরো টুর্নামেন্টে কোনো ম্যাচ না হেরেই সেমিফাইনালে এসেছে পাকিস্তান। অন্যদিকে গ্রুপে দ্বিতীয় হয়ে এই পর্বে এসেছে অস্ট্রেলিয়া। এই দুই দল মুখোমুখি হয়েছে দ্বিতীয় সেমিফাইনালে। এই ম্যাচে টস জিতে আগে বোলিং এর সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।
টস জেতার পর অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেছেন, ‘আমাদের মনে হচ্ছে এটা ভালো উইকেট। আশা করি খুব বেশি বদলাবে না।’
পাকিস্তানের অধিনায়ক বাবর আজম টসের সময় বলেছেন, ‘এটা আমার জন্য গর্বের (বিশ্বমঞ্চে দেশকে নেতৃত্ব দেওয়া)। আমরা চেষ্টা করবো ভালো ক্রিকেট খেলার। আমরা সংযুক্ত আরব আমিরাতের এই কন্ডিশনটাকে খুব ভালো করে চিনি।’
ফাইনালে উঠার লড়াইয়ে দুই দলের একাদশেই আসেনি কোনো পরিবর্তন। এই ম্যাচের জয়ী দল ফাইনালে খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। ইতোমধ্যেই ইংল্যান্ডকে হারিয়ে সেখানে পৌঁছে গেছে কেন উইলিয়ামসনের দল।
একাদশ-
পাকিস্তান : মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলী, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলী, হারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি
অস্ট্রেলিয়া : ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড , প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড
এমআই