রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

‘স্বাধীনতা সড়ক’ হবে ভারত-বাংলাদেশের সেতুবন্ধন : তাজুল ইসলাম

শনিবার, মার্চ ২০, ২০২১
‘স্বাধীনতা সড়ক’ হবে ভারত-বাংলাদেশের সেতুবন্ধন : তাজুল ইসলাম

ওয়াজেদুল হক, মেহেরপুর : মুক্তিযুদ্ধের সময় বিশ্ব দরবারে জনমত সৃষ্টির লক্ষে ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের মুজিবনগর আম্রকাননে বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে জাতীয় চার নেতা ভারত থেকে যে পথ ধরে মুজিবনগরে আসেন সে পথটির নামকরণ করা হয়েছে ‘স্বাধীনতা সড়ক’।

আমাদের এ সড়কটি ভারতের সাথে সেতুবন্ধন হিসেবে কাজ করবে। শনিবার দুপুরে মুজিবনগরে স্বাধীনতা সড়কের কাজ পরিদর্শনকালে কথাগুলো বলেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।।

তিনি আরোও বলেন, স্বাধীনতা যুদ্ধে ভারত আমাদের অভূতপূর্ব সাহায্য করেছে। এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছে। বাংলাদেশের জন্মলগ্নের দুঃসময়ে তারা আমাদের পাশে ছিল। দুঃসময়ে যারা আমাদের পাশে ছিল তাদের আমরা স্বরণ করি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এবং স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৬ অথবা ২৭ মার্চ ঐতিহাসিক মুজিবনগরের এই স্বাধীনতা সড়কটি'র (মুজিবনগর-কোলকাতা) উদ্বোধন করবেন। দু’দেশের মধ্যে এই সড়ক স্থাপনের চুক্তি অনুযায়ী আমরা আমাদের
অংশের নির্মাণ কাজ সম্পন্ন করেছি। ভারতের অংশের কাজ করবে ভারতীয় কর্তৃপক্ষ।

এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিতে মুজিবনগরে এক হাজার কোটি টাকার কাজ হবে। তার নকশাও প্রায় চুড়ান্ত। খুব দ্রুত এটি একনেকে তোলা হবে। আশা করা যায় আগামি অর্থ বছরে কাজ শুরু হবে। ২০২৩ সালের মধ্যে মুজিবনগরের সকল কাজ শেষ হবে। এটি বাস্তবায়ন হলে মুজিবনগর থেকে মুক্তিযুদ্ধের পুরো ইতিহাস দেশ বিদেশের দর্শনার্থীদের সামনে তুলে ধরা যাবে। বাংলাদেশের মধ্যে পর্যটন কেন্দ্র হিসাবে সবচেয়ে বড় স্থাপনা হবে মুজিবনগরে। মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজোড়িত ঐতিহাসিক স্থানটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে সকল পরিকল্পনা শেষ হয়েছে।

এর আগে এলজিআরডি মন্ত্রী, এবং সফর সঙ্গী হিসেবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন, এলজিইডি’র প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ খান ও স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলাল উদ্দীন বেলা সাড়ে ১১টার দিকে হেলিকপ্টারে করে মুজিবনগর কমপ্লেক্সে এসে পৌঁছান। এরপর মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা। 

এ ছাড়াও মেহেরপুরের জেলার প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খাঁন, পুলিশ সুপার এসএম মুরাদ আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, যুগ্ম সম্পাদক এ্যাড, ইবরাহীম শাহীন সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা সেখানে উপস্থিত ছিলেন।
 
সময় জার্নাল/এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল