হিলি প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি ভোট কেন্দ্রের ব্যালট পেপার গণনা না করেই এক ইউপি সদস্যকে বিজয়ী ঘোষণার অভিযোগ উঠেছে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে।
আজ শুক্রবার বেলা ১১টায় হাকিমপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিযোগ করেন নির্বাচনে পরাজিত প্রতিদ্বন্দ্বি সাধারণ সদস্য পদ প্রার্থী হুমায়ুন কবির।
প্রার্থী হুমায়ুন কবির অভিযোগ করে বলেন, বোয়ালদাড় ইউনিয়নের ৬নং ওয়ার্ডে কলন্দপুর দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার মোস্তাফিজুর রহমান ভোট গ্রহণ শেষে সমস্ত ব্যালট পেপার প্রাপ্ত ভোট গননা না করেই সকল প্রার্থীদের পুলিং এজেন্টদের কাছ থেকে গননার আগেই জোরপূর্বক ফলাফল সিটে স্বাক্ষর করিয়ে নেন এবং নাজমুল হোসেন নামের অন্যএক প্রার্থীতেক ইউপি সদস্য হিসেবে বিজয়ী ঘোষনা করেন।
পুলিং এজেন্টরা ফলাফল সিটে স্বাক্ষর দিতে না চাইলে তাদেরকে বিভিন্ন রকমের হুমকিধামকি দেয়া হয় বলে অভিযোগ তার।
এঘটনার সুষ্ঠুৃ তদন্ত করে বেলট পেপার গননার দাবি জানান তিনি। এসময় ওই ভেট কেন্দ্রে দায়িত্ব পালন করা পুলিং এজেন্ট আকলিমা বেগম, সেতা মনি, রবিউল ইসলাম, রাহাত হেসেনসহ বিভিন্ন প্রতিদ্বন্দ্বি প্রার্থীর পুলিং এজেন্টরা উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/আরইউ