সময় জার্নাল প্রতিবেদক: বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখা ৬৫ জন বিদেশি নাগরিকদের নিয়ে মোহাম্মদ আবদুল গনির লেখা 'বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিদেশি বন্ধু' বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
শুক্রবার (১২ নভেম্বর) বিকেলে বাংলাদেশ রিপোর্টারস ইউনিটের সাগর রুনি মিলনায়তনে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধানে অথিতি হিসেবে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ঠাণ্ডু।
বিশেষ অথিতি হিসেবে ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কার্যনির্বাহী সভাপতি ড. মশিউর মালেক ও যুগ্ম সম্পাদক রাশিদা হক কনিকা।
অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন একাডেমেসিয়ান ও বিশ্লেষক ড. মোঃ সানোয়ার জাহান ভূঁইয়া ও বিশেষ আলোচক ছিলেন অর্থনীতি বিশ্লেষক, সাহিত্যিক ও প্রাবন্ধিক ড. লিপন মুস্তাফিজ।
সময় জার্নাল/এমআই