এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
মহা পবিত্র বিশ্ব উরশ শরীফ ২০২২ ইং উপলক্ষে ও জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ছাহেবের শুভাগামনের লক্ষ্যে ফরিদপুরে জাকের পার্টির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার দুপুর ২ টায় কৈজুরী জাকের মঞ্জিলে এ প্রস্তুতি সভার আয়োজন জাকের পার্টি পদ্মা বিভাগ।
জাকের পার্টি পদ্মা বিভাগীয় সভাপতি সামচুল আলম সিরাজ মুন্সীর সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাকের পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব শামীম হায়দার।
ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি ও পদ্মা বিভাগীয় সাধারণ সম্পাদক মশিউর রহমান জাদু মিয়ার সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব মমিন মোল্যা। এছাড়াও বিভিন্ন জেলা- উপজেলা ও ইউনিয়ন জাকের পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় জাকের পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব শামীম হায়দার বলেন, জাকের পার্টি আল্লাহুর দল। জাকের পার্টি রাসুল (সাঃ) এর দল। জাকের পার্টি বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) হুজুর কেবলাজান ছাহেবের আদর্শের দল। জাকের পার্টি শান্তির দল। জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ছাহেবের নেতৃত্বে তামাম বিশ্বে শান্তির পতাকা উড়বে।
সময় জার্নাল/এলআর