সময় জার্নাল ডেস্ক :
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ এর স্বাক্ষর জাল করে কনস্টেবল পদে এক প্রার্থীকে নিয়োগের সুপারিশ করায় দুই প্রতারককে আটক করেছে পুলিশ।
আইজিপির স্বাক্ষর জাল করে প্রতারক বিষ্ণু বর্মন এবং স্বপন সিং গত ২১ অক্টোবর কনস্টেবল পদে নিয়োগের জন্য একজন প্রার্থীর পরিচয় উল্লেখ করে বাগেরহাটের জেলা পুলিশ সুপারের কাছে লিখিত সুপারিশ করে। পরে পুলিশ অভিযান চালিয়ে শনিবার (১৩ নভেম্বর) দুই প্রতারককে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বিষ্ণু বর্মনের বাড়ি ঝালকাঠি জেলায়, তার পিতার নাম নিরঞ্জন বর্মন। স্বপন সিংহের বাড়ি পটুয়াখালী। তার পিতা মৃত বীরেন্দ্র নাথ সিংহ।
সময় জার্নাল/ইএইচ