নিজস্ব প্রতিবেদক। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্যখাতের অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে, মাতৃমুত্যুর হার ও শিশু মৃত্যুর হার হ্রাস পেয়েছে। স্বাস্থ্যখাতের সাফল্যের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ এমডিজি অ্যাওয়ার্ড, সাউথ সাউথ এ্যাওয়ার্ড, গ্যাভী অ্যাওয়ার্ডসহ বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে।
আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসেফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ একাডেমি অব ডার্মাটোলজি (বিএডি) এর তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনে উপাচার্য এসব কথা বলেন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি স্বাস্থ্যখাতে বর্তমান সরকারের বিভিন্ন সাফল্য ও উদ্যোগের কথা তুলে ধরেন।
বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তাফা জালাল মহিউদ্দিন বলেন, বাংলাদেশ একাডেমি অব ডার্মাটোলজির আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে চিকিৎসকরা নিজেদের মধ্যে পারস্পরিক জ্ঞান আদান-প্রদানের মাধ্যমে অনেক কিছু জানতে ও শিখতে পারবেন। যা জটিল জটিল চর্ম রোগের চিকিৎসাসেবার নতুন নতুন উপায়ে খুঁজে পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্মলনে বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা মোঃ শহীদুল্লাহ সিকদার স্বাস্থ্যখাতের ব্যাপক উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞা প্রকাশ করে বলেন, বাংলাদেশে চর্ম রোগীর সংখ্যা অনেক। তবে স্বাস্থ্যখাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যথাসময়ে বহুমুখী পদক্ষেপ নেওয়ার ফলে দেশেই এখন চর্ম রোগীরা অত্যাধুনিক চিকিৎসাসেবা পাচ্ছেন। বাংলাদেশ একাডেমি অব ডার্মাটোলজির এই সম্মেলন চর্ম রোগের চিকিৎসা, শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে অবশ্যই জোরদার ও গতিশীল করবে।
বাংলাদেশ একাডেমি অব ডার্মাটোলজির এই সম্মেলন চর্ম রোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের মিলনমেলা পরিণত হয়। গুরুত্বপূর্ণ এই সম্মেলনে ভারতের প্রখ্যাত চর্মরোগ বিশেষজ্ঞ ডা. অর্চনা সিংহাল, ডা. নেতি খুংগার, অধ্যাপক ডা. সিরাজুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চর্ম ও যৌন রোগ বিভাগের অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদার প্রমুখ বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন।
সময় জার্নাল/আরইউ