আন্তর্জাতিক ডেস্ক: উগান্ডার রাজধানী কাম্পালায় জোড়া বিস্ফোরণে অন্তত দু’জন নিহত ও আরও দুই ডজনের বেশি মানুষ আহত হয়েছেন।
রাজধানীর সংসদ ভবন ও পুলিশ স্টেশনের কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কে বা কোন গোষ্ঠী এ হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, রাজধানী কাম্পালার সংসদ ভবনের কাছে একটি এবং কেন্দ্রীয় পুলিশ স্টেশনের কাছে আরেকটি বিস্ফোরণ ঘটেছে। এতে দুই এলাকার আশপাশ সাদা ধোঁয়ায় ছেয়ে যায়। এ সময় অনেক মানুষকে রক্তাক্ত অবস্থায় দৌড়ে পালাতে দেখা যায়।
সংসদ ভবনের কাছের নিরাপত্তারক্ষী রয়টার্সকে বলেছেন, একটি বড় বন্দুক থেকে বিশাল বিস্ফোরণের শব্দ ভেসে এলো। মাটি কেঁপে উঠলো, আমার কান প্রায় বধির হয়ে গেল। সাথে সাথেই একটি হাড়িতে আগুন লাগে। ঘটনাস্থলে তিনি মানবশরীরের অংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে।
কাম্পালার মুলাগো হাসপাতালে আহত অবস্থায় অন্তত ২৪ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে এক টুইটে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র এমানুয়েল আইনিবুনা।
এমআই