শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি:
বন্যা ও দূর্যোগ মোকাবেলায় বন্যা প্রবণ এলাকার জনগনের করণীয় শীর্ষক সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে জেলার হাড়িভাঙা এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা এসোড আয়োজিত এ মতবিনিময় সভায় কনসার্ন ওয়াল্ড ওয়াইড এর প্রকল্প প্রধান সাঈদ মাহমুদ রিয়াদ মূল বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রোগ্রাম ম্যানেজার আফসারী বেগম, বন্যা সহনশীল প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা এসোড'র প্রজেক্ট ম্যানেজার শাহীন আহমেদ, ফিল্ড কো অর্ডিনেটর ওহিদুল ইসলাম।
এ সময় বন্যার প্রভাব নিয়ে স্লাইড প্রর্দশন করা হয়। মতবিনিময় সভায় জেলায় কর্মরত সাংবাদিক ও বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার বিভিন্ন স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/এলআর