বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

‘রেজা-নুরের উপর হামলা গণতন্ত্রের জন্য অশনি সংকেত’

বুধবার, নভেম্বর ১৭, ২০২১
‘রেজা-নুরের উপর হামলা গণতন্ত্রের জন্য অশনি সংকেত’

সময় জার্নাল প্রতিবেদক : টাঙ্গাইলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে ছাত্রলীগ-যুবলীগ কর্তৃক অতর্কিত হামলার শিকার হয়েছেন গণ-অধিকার পরিষদের নেতারা। তাদের উপর এ হামলা গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি ও অশনি সংকেত বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

ড. কামাল হোসেন বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীনভাবে চলাফেরা ও সংগঠন করার অধিকার সংবিধান স্বীকৃত নাগরিকের মৌলিক অধিকার। গণঅধিকার পরিষদ নেতা ড. রেজা কিবরিয়া ও ভিপি নুর এর সাথে আমাদের নীতিগত পার্থক্য ও ভিন্নমত থাকতে পারে, কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রে তাদের উপর এ ধরনের হামলার জন্য গণফোরাম তীব্র নিন্দা জ্ঞাপন করছে এবং যারা এ ধরনের হামলা চালিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে।

সময় জার্নাল/এসএ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল