আমার অভিযোগ অভিমান বোঝার মত একটা তুমি নেই
এত অভিমান লিখে রাখার জন্য নেই কোন রাফ খাতা
নেই নোট খাতার মত একান্ত ব্যক্তিগত একটা তুমি
নেই কোন প্রিয়জন।
আমার দুঃখের কথা শোনার জন্য
কেউ কোন দিন কান পাতেনি
দু কদম এগিয়ে আসেনি আমার কাছে
বুকে জড়িয়ে বলেনি আমি আছি তোমার সাথে!
বুকের যত কথা, যত ব্যাথা, যত করুন সুর
সব আমি লিখে রাখি অব্যাক্ত জীবনের খাতায়।
অসুস্থ কলমের কালিতে লেখা আমার সব কথা
খুঁজে পাবে হয়তো আমি হারিয়ে যাওয়ার পর
কোন এক অচেনা আকাশের ঠিকানায়!
লিখে রাখা সেই সব কথা প্রতি রাতে আমার সাথে স্বাক্ষাত করে
এক মহান সত্ত্বা সব কিছু পিছনে ফেলে
প্রতি রাতে নেমে আসে আমার কাছে
কিন্তু এই অদ্ভুত পৃথিবীতে মানুষ আমার দুঃখবোধ
জানার জন্য কখনো এগিয়ে আসেনি
একান্ত একটা তুমি এসে বলেনি আমি তোমার সঙ্গী!
আমি যখনি একটা তুমি খুঁজে ক্লান্ত হয়েছি
তখনি কোন এক মরিচিকা আমার হাত ধরেছে
সময়ের সাথে সাথে সেই মরিচিকা হারিয়ে গেছে
কি অদ্ভুত জীবন, কত রকম মানুষ, কত রহস্যময় আমরা।
তুমিহীন থাকতে থাকতে একটা সময়
তুমি নামক শব্দ মৃত্যু হয়ে যাবে
কেউ বা তুমি করে বলার অধিকার হারাবে,
কেউ কেউ পাশে আশার অধিকার হারাবে
কেউ বা অভিযোগ শুনতে ভরসার হাত বাড়ালেও
অভিযোগহীন আমি আর তখন অভিযোগ অভিমান নিয়ে চিৎকার করে বলবো না একটা তুমি চাই!
লেখক: কবি ও শিক্ষার্থী।