সময় জার্নাল প্রতিবেদক :
মাইক্রোঅর্গানিজম বা জীবাণু, যাকে সংক্ষেপে বলে মাইক্রোব। খালি চোখে দেখা যায় না। কেবল মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায়।
ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এই মাইক্রো জীবাণুগুলো পৃথিবী এবং প্রাণের সৃষ্টির শুরু থেকে সমান তালে চলছিল।
মানব ইতিহাসে মানুষ সবচেয়ে বেশি মারা গেছে এই জীবাণুর আক্রমণে। এদের মধ্যে ভাইরাস অন্যতম।
প্রাচীনকালে প্লেগ থেকে স্মলপক্স, কলেরা থেকে ফ্লু, সাম্প্রতিক এইডস থেকে নতুন করোনাভাইরাস, কোটি কোটি মানুষের মৃত্যুর কারণ ।
বিশ্ব যেনো আজ এক। ভাইরাস মানুষকে ঠেলে দিয়েছে এক হতে। চিকিৎসকরা একদিকে চেষ্টা করছে ভাইরাসটির আক্রমণ থেকে মানুষকে রক্ষা করতে, বিজ্ঞানীরা চেষ্টা করছে এর সঠিক ভ্যাকসিন এবং মেডিসিন আবিষ্কারে।
ভাইরাস একদিকে জীবনকে যেমন থামিয়ে দিয়েছে, জীবনের অনেক অনুষঙ্গ ভাইরাসের সাথে জড়িয়ে সামনে এসে গেছে । তাই ভাইরাসের কথা বলতে গিয়ে শরীর এবং শরীর সংশ্লিষ্ট ঘুম, স্বপ্ন, ভিটামিন, স্বাস্থ্য, পরিচ্ছন্নতা, মোবাইল ফোন, বাদুড়, এমনকি মৃত্যুর কথা এসেছে ।
ব্যাখ্যাগুলো সহজ করে বলার সাথে সাথে শরীর এবং স্বাস্থ্য নিয়ে চিকিৎসা বিজ্ঞানের জটিল ব্যাখ্যাকে করা হয়েছে সাধারণের বোধগম্য ।
‘ভাইরাস ও শরীর’ বইটি চিকিৎসা বিজ্ঞানের এক সাবলীল বিশ্লেষণ ।
কথাসাহিত্যিক ও বিজ্ঞান লেখক ডা. অপূর্ব চৌধুরীর অষ্টম বই "ভাইরাস ও শরীর"
বই : ভাইরাস ও শরীর
লেখক : ডা. অপূর্ব চৌধুরী
প্রচ্ছদ : ধ্রুব এষ
পৃষ্ঠা : ২৫৬
মলাট মূল্য : ৩৫০ টাকা
প্রকাশনী : চৈতন্য প্রকাশন
স্টল নং ৩৩২-৩৩৩
অমর একুশে গ্রন্থমেলা ২০২১
সময় জার্নাল/ইএইচ