নিজস্ব প্রতিবেদক। সম্প্রতি ইসলামিক বইমেলায় আহসান পাবলিকেশনের প্রকাশিত নতুন ৩টি বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে।
বইগুলো হলো, কর্ডোভা ইন্টরনেশনাল স্কুল এন্ড কলেজের প্রিন্সপাল সাব্বির উদ্দিন আহমেদের বিশ্বরাজনীতি তুরস্ক এরদোয়ান ও Global Politics Turkey Erdogan এবং ডা. সৈয়দ শামসুল আরেফিন সানির রহস্যময় কোরআন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দীন, বিশিষ্ট সমাজচিন্তক ও লেখক শাহ আবদুল হালিম, সাংবাদিক ও কবি জাকির আবু জাফর।
আরও উপস্থিত ছিলেন, মাওলানা ফখরুদ্দিন আহমেদ, মাহমুদুল হাসান, নাসীর উদ্দীন হেলালী, জহিরুল ইসলাম জাবেরী, মোল্লা নাজমুল হাসান, মাসুম বিল্লা আল মাদানী।
সময় জার্নাল/আরইউ