মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে র্যাব ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৬০০ বোতল ফেনসিডিল ও ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো; ফেনসিডিলসহ উপজেলার উজিরপুর ইউনিয়নের মানিকপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে আবদুল হান্নান ও গাঁজাসহ শুভপুর ইউনিয়নের বাঘারপুস্করণী গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে। শুক্রবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।
জানা গেছে, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ উপজেলার কালিকাপুর ইউনিয়নের বর্ধনবাড়ি সড়ক থেকে ৪০ কেজি গাঁজা নিয়ে পাাঁচারের উদ্দেশ্যে গাড়ির জন্য অপেক্ষা করছিল। এ সময় পুলিশ অভিযান চালিয়ে ইউসুফকে আটক করে।
এরআগে র্যাবের একটি টিম চাঁন্দশ্রী এলাকায় অভিযান চালিয়ে সিএনজি অটোরিকশা ভর্তি ৬০০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী হান্নানকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সময় জার্নাল/এলআর