আন্তর্জাতিক ডেস্ক: কৃষক বিক্ষোভের জন্ম দেয়া বিতর্কিত তিনটি নতুন কৃষি আইন বাতিলের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকের জন্মদিনের উৎসব গুরু পর্ব উপলক্ষে দেয়া এক ভাষণে এই ঘোষণা দেন তিনি।
এক বছরেরও বেশি সময় ধরে বিতর্কিত এসব আইনের বিরুদ্ধে দিল্লি সীমান্তে অবস্থান নিয়ে বিক্ষোভ করে আসছেন কৃষকেরা। তবে উত্তর প্রদেশ ও পাঞ্জাবের মতো কয়েকটি বড় রাজ্যে আগামী বছরের নির্বাচনের কয়েক মাস আগে এই ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গুরু পর্ব উৎসব মূলত পালিত হয়ে থাকে ভারতের পাঞ্জাবে। আগামী তিন মাসের মধ্যে সেখানে নির্বাচন অনুষ্ঠিত হবে। গুরু পর্ব উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, `আমাদের তপস্যায় হয়তো কোনো ঘাটতি ছিলো, সেই কারণেই আমরা আইনগুলো নিয়ে কৃষকদের বোঝাতে পারিনি। কিন্তু আজ প্রকাশ পর্ব, কাউকে দোষারোপের সময় নয়। আজ, আমি দেশবাসীকে বলতে চাই আমরা তিনটি কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।’
প্রসঙ্গত, ২০২০-র সেপ্টেম্বরে তিনটি বিল পাশের পর থেকে রাস্তায় নেমে প্রবল বিক্ষোভে সোচ্চার হন লক্ষ-লক্ষ কৃষক। হরিয়ানা, পাঞ্জাব থেকে কৃষকরা এসে ভিড় জমান রাজধানী দিল্লির সীমানায়। মাসের পর মাস ধরে দিল্লির সীমানা ঘেরাও করে চলে বিক্ষোভ।
সেই বিক্ষোভে উত্তর প্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার-সহ একাধিক রাজ্য থেকে কৃষকরা গিয়ে জড়ো হন। কংগ্রেস-সহ বিজেপি বিরোধী একাধিক দলের নেতারাও বিক্ষোভে পাশে ছিলেন শুরু থেকেই। অবশেষে শুক্রবার জয়ের হাসি হাসলেন কৃষকরা।
সময় জার্নাল/এলআর