খাদেমুল মোরসালিন শাকীর, নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স’র আয়োজনে ও ল্যাম্ব প্লান “শো”-২ প্রকল্পের সহয়োগীতায় বিশ্ব টয়লেট দিবস পালন করা হয়।
গতকাল বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ‘শো’-২ প্রকল্পের যৌথ সহায়তায় এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে বিশ্ব টয়লেট দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ মোখলেছুর রহমান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ল্যাম্ব প্লান ‘শো’-২ প্রকল্পের টেকনিক্যাল কো-অর্ডিনেটর নজরুল ইসলাম। এ সময় বিভিন্ন এনজিও প্রতিনিধি,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ও ল্যাম্ব শো প্রকল্পের মাঠ পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ মোখলেছুর রহমান’র নেতৃত্বে একটি র্যালী উপজেলা স্বাস্থ্য কমল্পেক্স চত্বর থেকে বের করে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।
সময় জার্নাল/এলআর