রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:
কেরোসিন,ডিজেল গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিক বৃদ্ধি এবং গণপরিবহনে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন।
শুক্রবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দাদামোড় জিয়াবাজার ও কুড়িগ্রাম পুরাতন বাজারে এ লিফলেট বিতরণ করা হয়। এ সময় জেলা বিএনপির সহ সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম বেবু,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ ,সাবেক সহ সভাপতি সহিরুজ্জামান সাজু,যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল,আলতাফ হোসেন,সহ সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন মোল্লা,আজহারুল ইসলাম মান,সহ সাংগঠনিক রবিউল ইসলাম লেবু,স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম রিপন,অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এ্যাডঃ আশরাফ আলী,সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান কবির লিখন,পৌর বিএনপির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রানা,সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম,জেলা যুবদল সাধারণ সম্পাদক নাদিম আহমেদ,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রজব,জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান,সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল,সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন,সহ জেলা বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন দেশের মানুষের আয় যখন ৪০ শতাংশ বেড়ে গেছে আর বেকারের সংখ্যা ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে তখন সরকার কেরোসিন ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় সকল পন্যের দাম বাড়িয়ে জনদূর্ভোগ চরম পর্যায়ে নিয়ে গেছে। তারা অবিলম্বে জ্বালানী তেল,গ্যাসের দাম কমানো সহ পরিবহনের ভাড়া কমানোর দাবি জানান।
সময় জার্নাল/এলআর