মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

ফরিদপুরে ফেনসিডিল ও ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

শুক্রবার, নভেম্বর ১৯, ২০২১
ফরিদপুরে ফেনসিডিল ও ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

এহসান রানা,  ফরিদপুর প্রতিনিধি: 

র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প রাজবাড়ী জেলার পাংশা হতে ফেন্সিডিল এবং গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। 

র‌্যাবের ফরিদপুর ক্যাম্প সুত্র থেকে জানা যায় , শুক্রবার বিকেলে পাংশার সত্যজিৎপুর গ্রামের কলেজ মোড় হতে তাদের আটক করার পর দুইশো বোতল ফেন্সিডিল ও দুই কেজি গাঁজা উদ্ধার হয় তাদের হেফাজত হতে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক এবং স্কোয়াড অধিনায়কের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল এ অভিযানে অংশ নেয়। আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য এনে দীর্ঘদিন ধরে এসব এলাকায় বিক্রি করছিলো। 

আটককৃতরা হলো, কুষ্টিয়ার দৌলতপুর থানার হরিনগাছির আরিফুল ইসলাম (২২) ও নাটনাপাড়ার সুরুজ ইসলাম (২০)। 

এ ঘটনায়  র‌্যাবের কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ আব্দুর রহমান জানান, পাংশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। 

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল