এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির ও সুষ্ঠ চিকিৎসার দাবিতে গণ অনশন চলছে। শনিবার সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ফরিদপুর প্রেস ক্লাব চত্বরে এ গণ অনশন চলবে।
গণ অনশনে অংশ গ্রহণ করছে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকু , ফরিদপুর জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সৈয়দ মোদাররেস আলী ঈসা , সাবেক কোতোয়ালি বিএনপির সভাপতি জাহাঙ্গীর মিয়া, সাবেক রাজেন্দ্র কলেজের ভিপি আলী আশরাফ নান্নু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, ফরিদপুর জেলা যুব দলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ , ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরীজ , ফরিদপুর জেলা যুব দলের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন , জেলা যুব দলের সহ সভাপতি কে এম জাফর , প্রমুখ সহ ফরিদপুরের জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ।
এই গণ অনশন এর উদ্বোধন ঘোষণা করেন জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সৈয়দ মোদাররেস আলী ঈসা।
সময় জার্নাল/এলআর