এহসান রানা , ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবীতে পৃথক পৃথক ভাবে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে ফরিদপুর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা । সোমবার (২২ শে নভেম্বর ) ফরিদপুর প্রেসক্লাব চত্বরে বিএনপি এই কর্মসূচী পালন করে।
সকাল ১০ টায় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ সমর্থিত ফরিদপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেছ আলী ইছা’র নেতৃত্বে ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের সমর্থিত গ্রুপ বিক্ষোভ সমাবেশ করে।
এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর ১ আসনের সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ, মহানগর যুব দলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
অপরদিকে বেলা ১২ টায় সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ এর গ্রুপের পক্ষ থেকে তার কন্যা কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াবা ইউসুফ এর নেতৃত্বে একই স্থানে বিক্ষোভ সমাবেশ করে বিএনপির অপর অংশ।
এসময় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আজম খান, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কিবরিয়া স্বপন, ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় উভয় গ্রুপের নেতারা বলেন, অবিলম্বে তাদের দাবী মেনে নিয়ে বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ গমনের অনুমতি দিতে হবে। তা না হলে পরবর্তী আরো কঠোর কর্মসূচী দেয়া হবে।
সময় জার্নাল/এলআর