রেজাউল করিম রেজা কুড়িগ্রাম প্রতিনিধি:
বেগম খলেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবিতে কুড়িগ্রামে পৃথক পৃথকভাবে সমাবেশ করেছে আলাদা দুটি গ্রুপ। সকালে জেলা শহরের জাহাজ কোম্পানী মোড়ে সকালে সমাবেশ করেছে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুর রহমান রানা, সহ-সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, সাবেক সহসভাপতি আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, কোষাধক্ষ এডভোকেট রুহুল আমিন, শিক্ষা বিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম তারা, পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম সফি, কৃষক দলের আহবায়ক অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য শাহিন শেখ রনজু, আজিজুল হক, সাঈয়েদ আহমেদ বাবু, মাসুদ রানা, জেলা স্বেচ্ছা সেবক দলের সভাপতি আবু হানিফ বিপ্লব, জেলা যুব দলের সিনিয়র সহ-সভাপতি নাছিম পারভেজ তারা প্রমুখ।
বক্তারা অবিলম্বে বেগম খলেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবি করেন। অন্যদিকে শহরের দাদামোড়স্থ বিএনপি’র কার্যালয়ের সামনে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, সাবেক সহ সভাপতি সহিরুজ্জামান সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, আলতাফ হোসেন, সহ সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন মোল্লা, সহ সাংগঠনিক রবিউল ইসলাম লেবু, জামিল আহমেদ সহ জেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সরকার চিকিৎসা করতে বিদেশে না যেতে দিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। অবিলম্বে নেত্রীকে বিদেশে যেতে দেওয়ার আহবান জানান বক্তারা।
সময় জার্নাল/এলআর