এহসান রানা , ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে ফরিদপুর জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ২৫ শে নভেম্বর ) সকালে ফরিদপুর কোর্ট চত্বরে কেন্দ্রীয় যুব দলের সহ সভাপতি ও ফরিদপুরের কৃতী সন্তান , সমাজ সেবক মাহাবুবুল হাসান পিংকুর নেতৃত্বে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা যুবদল , ছাত্রদল ও জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের
নেতা কর্মীরা ।
বিক্ষোভ সমাবেশে কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি মাহাবুবুল হাসান পিংকু বলেন , বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। বেগম খালেদা জিয়ার কোটি কোটি জনতার হৃদয়ের স্পন্দন , খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে ও বিদেশে উন্নত চিকিৎসা সেবা নিতে বিদেশে গমনের জোর দাবি জানান।
বিক্ষোভ সমাবেশ শেষে জেলা যুবদল কোর্ট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল করে।
সময় জার্নাল/এলআর