নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সেনবাগে ভোটকেন্দ্রের পাশে ঝোঁপ থেকে চার বস্তা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার(২৫) নভেম্বর দেড়টার দিকে সেনবাগের বিজবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ক্লাবঘরের লাগোয়া ঝোপ থেকে এগুলো উদ্ধার করা হয়।
নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে আরো জানা যায়, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বীজবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র সংলগ্ন একটি পুরাতন ক্লাব ঘরের উত্তর পাশে লাগোয়া ঝোঁপ থেকে ৪টি চটের বস্তায় লুকানো ৫১টি কাঠের লাঠি, ১৮টি লোহার রড, ১টি টেঁটা-বল্লম, ৬টি ছোরা, ৪টি রাম-দা, ২টি চায়না চাপাতি, ২টি ক্রিকেট স্ট্যাম্প, ৩টি স্টীলের পাইপ, ২টি প্লাস্টিকের পাইপ ও ১টি হকিস্টিক উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বিশৃঙ্খলা ও ত্রাস সৃষ্টি করার জন্য অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা এসব অস্ত্র লুকিয়ে রাখেন।
সময় জার্নাল/এসএ