আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আতঙ্কে শেষ মুহূর্তে স্থগিত হয়ে গেছে বিশ্ব বাণিজ্য সংস্থার (ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন- ডব্লিউটিও) মন্ত্রীপর্যায়ের কনফারেন্স। চার বছর পর বিশ্ব বাণিজ্য সংস্থার এই বৃহৎ সম্মেলন হওয়ার কথা ছিল শুক্রবার। মৎস্য খাতে ভর্তুকি দেয়ার মতো বিভিন্ন ইস্যুতে অগ্রগতির চেষ্টা করে অচল অবস্থায় আছে এই সংগঠন। এরপর শুক্রবার জেনেভায় চার দিনের এই সম্মেলন শুরু হওয়ার কথা ছিল। এর মধ্য দিয়ে অনেকটা থিতু হয়ে পড়া এই সংগঠন নতুন প্রাণ সঞ্চার করবে বলে আশা করেছিল ডব্লিউটিও।
এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। তবু প্রতিকূলতার বিপরীতে প্রত্যাশা করছেন ডব্লিউটিও’র নতুন মহাপরিচালক এনগোজি ওকোনজো-আইওয়ালা। তিনি আশা করছেন করোনা ভাইরাসের টিকার প্যাটেন্ট তুলে নেয়ার বিষয়ে একটি চুক্তিতে অগ্রসর হতে পারবেন।এর মধ্য দিয়ে করোনা মহামারি মোকাবিলায় ডব্লিউটিও’র একটি সংশ্লিষ্ট ভূমিকার প্রমাণ হবে। কিন্তু দৃশ্যত সবই গুঁড়েবালি।
চারদিনের এই সম্মেলন শুরু হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে তা স্থগিত হয়ে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার নতুন ভ্যারিয়েন্টকে ওমিক্রন নামকরণ করে সতর্কতা দেয়ার পরই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ভ্যারিয়েন্টের কারণে দক্ষিণ আফ্রিকা থেকে ফ্লাইট বন্ধ করেছে অনেক দেশ। ৯ই নভেম্বর প্রথম এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়।
সময় জার্নাল/এসএ