প্রিয় মানুষ
সেই মানুষগুলোকে আমার খুব ভাল লাগে
যাদের কাছে থাকলে দুঃখ আসতে ভয় পায়,
তাদের কাছে না সুখের গন্ধ আছে
সেথায় মন ভরে সুবাসিত করে সুখ যেন ঠাঁই পায়।
যাদের কাছে গেলে শান্তি মিলে
অনায়াসে মনের সব কথা উজার করা যায়,
দুঃখের সময় চুইগামের মতো পাশে থেকে
সবসময় নিঃস্বার্থ বন্ধুত্বের পরিচয় দেয়।
যতই চিন্তা, সমস্যা, বিপদে থাকি না কেন
তাদের দেখলে হঠাৎ সব পালিয়ে যায়,
রাগ, ঘৃণা, অবহেলা এবং ভাব যতই করি না
দিনশেষে সবটাই তারা হাসিমুখে মেনে নেয়।
সেই মানুষগুলো পৃথিবীতে পাওয়া কঠিন
তারা দিন-রাত ঝপে না তোকে ভালবাসি,
কিন্তু
সাইলেন্ট কিলারের মতো আজীবনের জন্যে কিছু মুহুর্ত উপহার দেয়
সব কিছু হারিয়ে গেলেও তাদের হারিয়ে যেতে দিতে নেই,
হয়তো সেই মানুষগুলো আপনার
"প্রিয় মানুষ "
লেখক: কবি ও শিক্ষার্থী।
সময় জার্নাল/এমআই