অস্তিত্বহীন আমি। মিজানুর রহমান সিনহা
আমার এই অস্তিত্ব একদিন থাকবেনা ধরণীর বুকে,
শত বছর পর আমিও ছিলেম তা হবে কল্পনাতীত,
এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা থেকে যাবে আমি হবো মিথ,
হয়ত নিবেনা কেউ ভুলেও আমার কথা মুখে।
মিছে মায়ার মাঝে জড়িয়ে রাখি সারাক্ষণ নিজেকে,
কে আমি সেই সত্য উদঘাটিত হয়নি জানতে চাই যাকে,
যা ভাবনায় তা আয়নায় দেখিনা আমার আমিকে,
বিস্মৃত হই বারবার এই বর্তমানকে দেখে।
যতনে রাখা কায়া বাড়ায় শুধু মায়া পেতে চায় কত কি,
একটা সংসার একটু সুখ আর সহস্র বছরের যৌবন,
মেতে থাকার ইচ্ছে জাগে কোটিকাল সখির সন,
মুখেশের উপর কত সম্মানের চাদর দিয়ে রাখি।
মনের হেরেমে বসত করা সব হুর আসলে মেকি,
স্পৃশ্য আর অস্পৃশ্যের গোলক ধাঁধাঁয় চেপে থাকে কত কান্না,
প্রতি নিশিতে শপথ করি ঘৃণ্যতার মাঝে আর না,
ভুলের গর্তে পতিত হয়েই বারবার শিখি।
এইযে সোনার দেহ নিথর হয়ে যাবে একদিন,
কবর নামক গর্তে চাপা দিবে জীবিতরা থাকতে গন্ধহীন,
ছোট ছোট পোকাদের পেটে হজম হবে সব অহংকার,
আমি হয়ত চাইবোনা ফিরে আসতে মিছে ধরায় আবার।
সময় জার্নাল/আরইউ