জীবন হক, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ কারচুপির অভিযোগে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা দুওসুও ইউনিয়নের নৌকা মার্কার প্রার্থী সোহেল রানা ভোট বর্জন করেছেন।
রবিবার(২৮ নভেম্বর) বিকেল ৪টায় দুওসুও ইউনিয়নের ৩নং মহিসমারি কেন্দ্রে নৌকা প্রার্থী সোহেল রানা বেশ কিছু অভিযোগ এনে ভোট বর্জনের বিষয়টি নিশ্চিত করেন।
সোহেল রানা জানান, আনারস মার্কার স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা জোর পূর্বক কেন্দ্র দখল করেছে, তারা ব্যালট পেপার ছিড়ে ছিল মেরে ঢুকিয়েছে, পুলিশ প্রশাসন ও উপজেলা আ.লীগের অনেক সদস্য সরাসরি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছে। এই ইউনিয়নে কোনো সুষ্ঠ ভোট হয়নি। তাই আমি এই ভোট বর্জন করলাম।
ইউনিয়নে দায়িত্বে থাকা ইস্টার্নিং ফোর্সের নির্বাহী কর্মকর্তা আবু তাহের শামসুজ্জামান সব অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশ সবসময় সজাগ থেকেছে। কেউ কোনো অপ্রীতিকর ঘটনার সুযোগ খুজলে আমরা শক্তহাতে দমন করেছি।
দুওসুও ইউনিয়নে দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা আব্দুর রহমান জানান, সম্পুর্ন সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কেউ যোদি অহেতুক অভিযোগ এনে ভোট বর্জন করে তাহলে এর দায় নিজেকে নিতে হবে। তবে আমাদেরকে লিখিতভাবে কিছু জানানো হয়নি।
এমআই