জীবন হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:
তৃতীয় দফায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের নির্বাচনে ঠাকুরগাঁও জেলার বালীয়াডাঙ্গী ও পীরগঞ্জ উপজেলার ইউনিয়ন সমূহে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রোববার ২৮ নভেম্বর সকাল ৮.০০ টা থেকে শুরু হয়ে বিকেল ৪.০০ টায় ভোট গ্রহণ শেষ হয়।
ভোট চলাকালীন সময়ে ৫ নং দুওসুও ইউনিয়ন পরিষদের নৌকার প্রার্থী সোহেল রানা ভোট বর্জন করেন। আনারস মার্কার স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা জোর পূর্বক কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিড়ে সীল মারা, পুলিশ প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের অনেক সদস্য সরাসরি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করাসহ বেশকিছু অভিযোগ করেন। ইউনিয়নে কোনো সুষ্ঠ ভোট হয়নি বলে জানান তিনি।
পরে ভোট গণনা শেষে ৫ নং দুওসুও ইউনিয়ন পরিষদে ২১১ ভোটে জয়ী হোন নৌকার মনোনিত প্রার্থী সোহেল রানা। এতে নৌকা জয়ী হওয়ায় ইউনিয়নের সমর্থকদের মাঝে আনন্দ ও উদ্দীপনা বিরাজ করছে।
সময় জার্নাল/এলআর