শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

নাটোরে দুই উপজেলায় আওয়ামীলীগের ৫, বিদ্রোহী ৬ সহ বিএনপির স্বতন্ত্র ৪

রোববার, নভেম্বর ২৮, ২০২১
নাটোরে দুই উপজেলায় আওয়ামীলীগের ৫, বিদ্রোহী ৬ সহ বিএনপির স্বতন্ত্র ৪

ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:

নাটোরের লালপুর ও বাগাতিপাড়ার দুই উপজেলার ১৫ টি ইউনিয়নের মধ্যে ৫টিতে আওয়ামীলীগ, ৬টিতে আওয়ামীলীগের বিদ্রোহী ও ৪টি তে বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। 

গত রাতে নির্বাচন কর্মকর্তারা বেসরকারী ভাবে বিজয়ীদের নাম ঘোষনা করেন। এর মধ্যে লালপুর সদর ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় মনোনীত আবু বকর সিদ্দিক পলাশ(নৌকা)৬৮৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মনোয়ার হোসেন নান্টু (ঘোড়া) প্রতীকে ৫৭৭৪ ভোট পেয়েছে।

ঈশ্বরদী ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ রঞ্জু (ঘোড়া) ৯৫৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম জয় ৬১৭০ ভোট পেয়েছে। চংধুপইল ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম (নৌকা)প্রতীকে ১৩০৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আবদুল্লাহ আল মামুন অরেঞ্জ(ঘোড়া)প্রতীকে৩৬৪০ভোট পেয়েছে।

আড়বাব ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মকলেছুর রহমান (ঘোড়া)প্রতীকে ভোট পেয়ে ৬৮৮৩ বিজয়ী হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের ইমদাদুল হক(নৌকা) প্রতীকে ৩৯১৪ ভোট পেয়েছে।বিলমাড়ীয়া ইউনিয়নে সিদ্দিক আলী মিষ্টু (ঘোড়া) প্রতীকে৪৮৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান মিন্টু (আনারস) প্রতীকে ৪৮৫১ভোট পেয়েছে।

দুড়দুড়িয়া ইউনিয়নে তোফাজ্জল হোসেন তোফা (আনারস) প্রতীকে ৬১২৫ভোট পেয়ে বিজয়ী হয়েছে।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএপির স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম(ঘোড়া) প্রতিকীকে পেয়েছে।এবি ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী গোলাম মোস্তফা আসলাম(আনারস)প্রতীকে৫৯১১পেয়ে বিজয়ী হয়েছে।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী আব্দুস সাত্তার(নৌকা)প্রতীকে ২৯২৮ ভোট পেয়েছে। দুয়ারিয়া ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী নূরুল ইসলাম লাভলু (নৌকা) প্রতীকে ৫৫৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান জার্জিস (ঘোড়া) প্রতীকে ৪১৮৮ ভোট পেয়েছে। ওয়ালিয়া ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী নূরে আলম সিদ্দিকী আলম (ঘোড়া) প্রতীকে ৯৪৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছে,তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী আনিছুর রহমান (নৌকা) প্রতীকে ৮৭৫৯ ভোট পেয়েছে। কদিমচিলান ইউনিয়নে আনছারুল ইসলাম (ঘোড়া) প্রতীকে ৮২২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী সেলিম রেজা(নৌকা) প্রতীকে ৩৯৭৯ ভোট পেয়েছে। 

এদিকে নাটোরের বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী নয়েজ উদ্দিন (মোটরসাইকেল) ৫ হাজার ৬৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন (ঘোড়া) পেয়েছেন ৪ হাজার ১৯ ভোট। জামনগর ইউনিয়ন পরিষদে ইউনিয়ন বিএনপির সভাপতি স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানী (মোটরসাইকেল) ৭ হাজার ৩১২ ভোট পেয়ে  বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (আওয়ামীলীগের বিদ্রোহী) শাহ আলম ( আনারস) পেয়েছেন ৪ হাজার ৪৮৮। বাগাতিপাড়া সদর ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগের প্রার্থী মজিবুর রহমান (নৌকা) ৩ হাজার ৫২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হানিফুর রহমান (চশমা) পেয়েছেন ২ হাজার ৮১৭ ভোট।

ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র প্রার্থী এসএম লেলিন (মোটরসাইকেল) ৩ হাজার ৫২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  আওয়ামীলীগের বিদ্রোহী আবুল কালাম (আনারস) পেয়েছেন ৩ হাজার ৯৫ ভোট। দয়ারামপুর ইউপিতে আওয়ামীলীগের মাহাবুর ইসলাম মিঠু (নৌকা) ৭ হাজার ৬১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আজিজুল হক (আনারস) পেয়েছেন ৬ হাজার ৩৩৮ ভোট।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল