নিজস্ব প্রতিবেদক। করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ রোধে করণীয় নির্ধারণে বৈঠকে বসেছে ১৮ মন্ত্রণালয়। মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সভা শুরু হয়।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে এ সভা চলছে। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করবেন স্বাস্থ্যমন্ত্রী।
এদিকে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট ইতোমধ্যে আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে ওমিক্রনের সম্ভাব্য সংক্রমণ প্রতিরোধে ১৫টি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
যেসব দেশে ওমিক্রন ছড়িয়েছে- দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বতসোয়ানা, চীন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, সিঙ্গাপুর, হংকং ও ইসরায়েল।
সময় জার্নাল/আরইউ